আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার শিক্ষার্থীদের সাফল্য গাঁথা

Oct 31, 2024 - 16:45
Oct 31, 2024 - 21:54
 0  53
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার শিক্ষার্থীদের সাফল্য গাঁথা

“অক্টোবর/২০২৪”                                                                                      

রাজশাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্যবাহী এবং বগুড়া জেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগড়া । এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হতে পেরে আমি গর্বিত । একাডেমিক শিক্ষার পাশাপাশি সার্বিক নিয়ম শৃঙ্খলা ও কো কারিকুলার  অ্যাক্টিভিটিসের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। এসব কিছুর মূলে যিনি রয়েছেন এবং কোমল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগরনের অগ্রদূত হিসাবে সামগ্রীকভাবে সহযোগীতা করছেন তিনি হলেন আমাদের সুনামধন্য প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি এবং ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়া এর সুযোগ্য অধিনায়ক জনাব আব্দুর রাজ্জাক ( অ্যাডি. ডি আই জি, বাংলাদেশ পুলিশ) স্যার। বিশেষ কৃতজ্ঞতা জানায় জনাব নাহিদ হাসান ( সিনিয়র এ এস পি) স্যার কে, যার জন্য শিক্ষার্থীদের খুদে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত ও প্রসার ঘটেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জনাব মাহবুবা হক ম্যাম কে যিনি শিক্ষার্থীদের সকল আবদার ও গবেষণার ব্যাপারে প্রয়োজনীয় সকল বিষয় মাননীয় সভাপতি মহোদয়ের নিকট তুলে ধরছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজ ইনচার্জ জনাব মাহফুজুর রহমান জুয়েল স্যার এবং সহকারি প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল স্যারকে, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে কাংখিত দিক নির্দেশনা প্রদানের জন্য। 
আজ আমরা বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত হতে পেরেছি  শিক্ষার্থীদের মেধার মাধ্যমে। শিক্ষার্থীদের মেধা বিকাশে যেসকল শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবকদেরকে যারা তাদের সন্তানদের সকল চাহিদা পূরণ করে প্রতিষ্ঠা

রাজশাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্যবাহী এবং বগুড়া জেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগড়া । এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হতে পেরে আমি গর্বিত । একাডেমিক শিক্ষার পাশাপাশি সার্বিক নিয়ম শৃঙ্খলা ও কো কারিকুলাম  অ্যাক্টিভিটিসের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। এসব কিছুর মূলে যিনি রয়েছেন এবং কোমল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগরণের অগ্রদূত হিসাবে সামগ্রিকভাবে সহযোগীতা করছেন তিনি হলেন আমাদের সুনামধন্য প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি এবং ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়া এর সুযোগ্য অধিনায়ক জনাব আব্দুর রাজ্জাক ( অ্যাডি. ডি আই জি, বাংলাদেশ পুলিশ) স্যার। বিশেষ কৃতজ্ঞতা জানায় জনাব নাহিদ হাসান ( সিনিয়র এ এস পি) স্যার কে, যার জন্য শিক্ষার্থীদের খুদে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত ও প্রসার ঘটেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জনাব মাহবুবা হক ম্যাম কে যিনি শিক্ষার্থীদের সকল আবদার ও গবেষণার ব্যাপারে প্রয়োজনীয় সকল বিষয় মাননীয় সভাপতি মহোদয়ের নিকট তুলে ধরছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজ ইনচার্জ জনাব মাহফুজুর রহমান জুয়েল স্যার এবং সহকারি প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল স্যারকে, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে কাংক্ষিত দিক নির্দেশনা প্রদানের জন্য।
আজ আমরা বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত হতে পেরেছি  শিক্ষার্থীদের মেধার মাধ্যমে। শিক্ষার্থীদের মেধা বিকাশে যেসকল শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবকদেরকে যারা তাদের সন্তানদের সকল চাহিদা পূরণ করে প্রতিষ্ঠানের সুনাম অর্জনে সহযোগীতা করে যাচ্ছেন।
বাংলাদেশে এ পর্যন্ত যত ক্যাটাগরির বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড,বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা বিষয়ক গবেষণা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত সেগুলোর  সকল ক্ষেত্র থেকে আমাদের  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  পুরস্কার অর্জন করেছে। তারা অসামান্য কৃতিত্বের সহিত আঞ্চলিক পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায় থেকে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে পুরস্কার ছিনিয়ে এনেছে। 

২০১৭ সালে সিরাজগঞ্জ জেলার ভেন্যুতে জীব বিজ্ঞান অলিম্পিয়াড এর আঞ্চলিক পর্যায়ে প্রথমবার আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে অংশ গ্রহণ করেছি এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সর্বাধিক সংখ্যক পুরস্কার আমরাই  পেয়েছি। এই সুবাদে কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করে পরবর্তী বছর থেকে বগুড়াতে জীব বিজ্ঞান অলিম্পিয়াড এর  আঞ্চলিক পর্যায় অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছি সাধারণ সম্পাদক হিসেবে, যা মূলত আমাদের শিক্ষার্থীদের অবদান।  ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫টি জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়ায় আঞ্চলিক পর্যায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এখন পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়েছে। 

আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি  অক্টোবর /২০২৪ এ অনুষ্ঠিত  দুটি  অলিম্পিয়াড সম্পর্কে।  

প্রথমতঃ  ৯ম চিন্তার চাষ, খুদের গবেষক সম্মেলন -২০২৪ 

‘পথচলা আলোর সাথে’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবারের মতো এবারও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ০৫ অক্টোবর ২০২৪ তারিখ, রোজ শনিবার ‘৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২৪’ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র ও ধারণাপত্র উপস্থাপন করেছে। গবেষণা পত্রসমূহ আটটি ক্যাটেগরিতে বিভক্ত ক. মনোবিজ্ঞান খ. বিজ্ঞান গ. পরিবেশ ও জলবায়ু ঘ. সামাজিক সমস্যা ঙ. স্বাস্থ্য চ. শিক্ষা ছ. কৃষি ও অর্থনীতি জ. জীবন ও সংস্কৃতি
আয়োজন/ইভেন্ট:
১. গবেষণা পত্র উপস্থাপন
ক. মৌখিক উপস্থাপনা
খ. পোস্টার উপস্থাপনা
২. ধারণাপত্র উপস্থাপন
৯ম চিন্তার চাষ, খুদের গবেষক সম্মেলন -২০২৪ এর আঞ্চলিক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের ৯ টি দল অংশ গহণ করে এবং ৭ টি দলের ২৪ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচীত হয়।
সারা দেশের প্রায় হাজারো শিক্ষার্থীর মধ্যে গবেষণা পত্র  মৌখিক উপস্থাপনার  মাধ্যমে  এসএম  তানসিন, সায়মা জান্নাত, মোছাঃ কাসফিয়া হাছান এবং খাজা এফাজ কবির  জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়ে পুরস্কার পেয়েছে । তাদের গবেষণার বিষয় ছিলো “ শিশু শ্রমের পেছনে মূল্যস্ফীতির প্রভাব” তারা সকলেই ৯ম শ্রেণির শিক্ষার্থী।
অপরদিকে গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার মাধ্যমে  ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসনা আলম হানি জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়ে পুরস্কার পেয়েছে। তার গবেষণার বিষয় ছিল “ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যের  গুরুত্ব অনুসন্ধান” 
এছাড়াও কুইজ বিষয়ে খাজা এফাজ কবির, আদৃত সাহা, ফাহিম হাসান, নুজহাত তাবাসসুম রুহী  জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। 

উল্লেখ্য যে গত ৭ টি  চিন্তার চাষ, খুদে গবেষক সম্মেলন – এর জাতীয় পর্যায় থেকেও প্রত্যেকবার আমাদের প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে পুরস্কার অর্জন করেছে । 


দ্বিতীয়তঃ  স্বাস্থ্য অলিম্পিয়াড  -২০২৪ 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি জেলায় আঞ্চলিক অলিম্পিয়াড এবং সারা দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৫৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ১৮ অক্টোবর/২০২৪  শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪। 

গত ৭ জুন ২০২৪ শুক্রবার বগুড়া জেলার পাঁচটি প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থীর  অংশগ্রহণে প্রথমবারের মত “ স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪ “ এর আঞ্চলিক পর্যায় পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, বগুড়াতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা  দেওয়ালিকা উপস্থাপন এবং কুইজ এই দুটি ইভেন্টের মাধ্যমে দুটি ক্যাটাগরিতে  যথা প্রাথমিক ( ৩য় থেকে ৫ম শ্রেণী) এবং জুনিয়র ( ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) অনুষ্ঠিত হয়।  এতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার  ১০৪জন শিক্ষার্থী অংশ গ্রহন করে এবং ১৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচীত হয়।  এই ১৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং এই চারজন শিক্ষার্থীই জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে।

জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে দেওয়ালিকা প্রতিযোগীতায় (দেওয়ালিকা তৈরি ও উপস্থাপন) ১ম স্থান অর্জন করেছে মোছাঃ নওশিন জাহান শুচি ও কাজি জারিন সুবাহ। তারা দুজনেই অত্র প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেজাবিন মেরাজি, এবং প্রাথমিক গ্রুপে ৩য় স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা নাহার। 


মাননীয় সভাপতি মহোদয়ের  সুচিন্তিত মতামত, নির্দেশনা ও সামগ্রিক তত্ত্বাবধানের ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সম্মানীত অভিভাবকমণ্ডলীর সহযোগীতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সুনাম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জনের পরিসর আরও বৃদ্ধি পাবে এই কামনায় অক্টোবর/২০২৪ এর সাফল্যগাথার ইতি টানলাম।

নের সুনাম অর্জনে সহযোগীতা করে যাচ্ছেন। 
বাংলাদেশে এ পর্যন্ত যত ক্যাটাগরির বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড,বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা বিষয়ক গবেষণা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনূষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত সেগুলোর  সকল ক্ষেত্র থেকে আমাদের  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  পুরস্কার অর্জন করেছে। তারা অসামান্য কৃতিত্বের সহিত আঞ্চলিক পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায় থেকে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে পুরস্কার ছিনিয়ে এনেছে। 

২০১৭ সালে সিরাজগঞ্জ জেলার ভেন্যুতে জীব বিজ্ঞান অলিম্পিয়াড এর আঞ্চলিক পর্যায়ে প্রথমবার আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে অংশ গ্রহণ করেছি এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সর্বাধিক সংখ্যক পুরস্কার আমরাই  পেয়েছি। এই সুবাদে কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করে পরবর্তী বছর থেকে বগুড়াতে জীব বিজ্ঞান অলিম্পিয়াড এর  আঞ্চলিক পর্যায় অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছি সাধারণ সম্পাদক হিসেবে, যা মূলত আমাদের শিক্ষার্থীদের অবদান।  ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫টি জেলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বগুড়ায় আঞ্চলিক পর্যায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এখন পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়েছে। 

আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি  অক্টোবর /২০২৪ এ অনুষ্ঠিত  দুটি  অলিম্পিয়াড সম্পর্কে।  

প্রথমতঃ  ৯ম চিন্তার চাষ, খুদের গবেষক সম্মেলন -২০২৪ 

‘পথচলা আলোর সাথে’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবারের মতো এবারও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ০৫ অক্টোবর ২০২৪ তারিখ, রোজ শনিবার ‘৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২৪’ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র ও ধারণাপত্র উপস্থাপন করেছে। গবেষণা পত্রসমূহ আটটি ক্যাটেগরিতে বিভক্ত ক. মনোবিজ্ঞান খ. বিজ্ঞান গ. পরিবেশ ও জলবায়ু ঘ. সামাজিক সমস্যা ঙ. স্বাস্থ্য চ. শিক্ষা ছ. কৃষি ও অর্থনীতি জ. জীবন ও সংস্কৃতি 
আয়োজন/ইভেন্ট:
১. গবেষণা পত্র উপস্থাপন
ক. মৌখিক উপস্থাপনা
খ. পোস্টার উপস্থাপনা
২. ধারণাপত্র উপস্থাপন
৯ম চিন্তার চাষ, খুদের গবেষক সম্মেলন -২০২৪ এর আঞ্চলিক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের ৯ টি দল অংশ গহণ করে এবং ৭ টি দলের ২৪ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচীত হয়।
সারা দেশের প্রায় হাজারো শিক্ষার্থীর মধ্যে গবেষণা পত্র  মৌখিক উপস্থাপনার  মাধ্যমে  এসএম  তানসিন, সায়মা জান্নাত, মোছাঃ কাসফিয়া হাছান এবং খাজা এফাজ কবির  জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়ে পুরস্কার পেয়েছে । তাদের গবেষণার বিষয় ছিলো “ শিশু শ্রমের পেছনে মূল্যস্ফীতির প্রভাব” তারা সকলেই ৯ম শ্রেণির শিক্ষার্থী। 
অপরদিকে গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার মাধ্যমে  ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসনা আলম হানি জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়ে পুরস্কার পেয়েছে। তার গবেষণার বিষয় ছিল “ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যের  গুরুত্ব অনুসন্ধান”  
এছাড়াও কুইজ বিষয়ে খাজা এফাজ কবির, আদৃত সাহা, ফাহিম হাসান, নুজহাত তাবাসসুম রুহী  জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। 

উল্লেখ্য যে গত ৭ টি  চিন্তার চাষ, খুদে গবেষক সম্মেলন – এর জাতীয় পর্যায় থেকেও প্রত্যেকবার আমাদের প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে পুরস্কার অর্জন করেছে । 


দ্বিতীয়তঃ  স্বাস্থ্য অলিম্পিয়াড  -২০২৪ 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি জেলায় আঞ্চলিক অলিম্পিয়াড এবং সারা দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৫৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ১৮ অক্টোবর/২০২৪  শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪। 

গত ৭ জুন ২০২৪ শুক্রবার বগুড়া জেলার পাঁচটি প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থীর  অংশগ্রহণে প্রথমবারের মত “ স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪ “ এর আঞ্চলিক পর্যায় পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, বগুড়াতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা  দেওয়ালিকা উপস্থাপন এবং কুইজ এই দুটি ইভেন্টের মাধ্যমে দুটি ক্যাটাগরিতে  যথা প্রাথমিক ( ৩য় থেকে ৫ম শ্রেণী) এবং জুনিয়র ( ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) অনুষ্ঠিত হয়।  এতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার  ১০৪জন শিক্ষার্থী অংশ গ্রহন করে এবং ১৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচীত হয়।  এই ১৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং এই চারজন শিক্ষার্থীই জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে।

জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে দেওয়ালিকা প্রতিযোগীতায় (দেওয়ালিকা তৈরি ও উপস্থাপন) ১ম স্থান অর্জন করেছে মোছাঃ নওশিন জাহান শুচি ও কাজি জারিন সুবাহ। তারা দুজনেই অত্র প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেজাবিন মেরাজি, এবং প্রাথমিক গ্রুপে ৩য় স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা নাহার। 


মাননীয় সভাপতি মহোদয়ের  সুচিন্তিত মতামত, নির্দেশনা ও সামগ্রিক তত্ত্বাবধানের ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সম্মানীত অভিভাবকমণ্ডলীর সহযোগীতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সুনাম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জনের পরিসর আরও বৃদ্ধি পাবে এই কামনায় অক্টোবর/২০২৪ এর সাফল্যগাথার ইতি টানলাম।