শ্রম
মে দিবস স্মরনে ছড়া।

তাপদাহে কড়া তপ্ত গাহে
শ্রম বেঁচে শত চরণ,
নিষ্ঠারদায় নত শিরে করে
গ্লানি গঞ্জনা বরণ।
মহাজন সম আয়েশে
হানে চিত্তে চপেটাঘাত,
সততায় শত নিরুপায় স্বর
ধ্বনিছে আর্তনাদ।
জীবিকায় হায় কেন চলে
সদা দেহ-মর্যাদা হরন!
স্বাধীনতার রঙ এমন!
তবে পরাধীনতা কেমন?