মা

মা শব্দটি ভীষণ মধুর ,
শুনতে লাগে ভালো ;
প্রথম যখন শুনেছি এ শব্দ ,
মনে জেগেছিল আশার আলো ।
মা হচ্ছেন আমার ক্ষমতা ,
মায়ের বুকে ভরা রয়েছে হাজারো মমতা ।
মা আমার সকল আশা ,
মা যে আমার এক বুক ভালোবাসা ।
অনেক সোহাগ ভালোবাসা দিয়ে ,
গড়া যে মায়ের মন ,
মা যে আমার সবচেয়ে প্রিয় ,
সবচেয়ে আপনজন ।