শরতের দূত শুভ্ররূপা
শরতের দূত শুভ্ররূপা
সৌপর্ণ মাছুম
সুবাসিনী নও তবুও সুহাসিনীর বয়ন
শরতের দূত শুভ্ররূপা রূপে রূপে চয়ন ।।
চেয়ে চেয়ে যায় যে বেলা
ব্যোমে ভাসে ধবল ভেলা
তোমার শ্বেতাম্বরী রূপে আটকে পড়ে নয়ন ।।
রুক্ষ চিরল পাতায় দু'ধার শানিত খঞ্জরি
মুগ্ধ করা প্রসারিত দোলে শ্বেত মঞ্জরি
আসে দুর্গতিনাশিনী
খড়গ হাতে যেন চিনি
দূর করে সব ঘোর-অশনি শূন্যে করে শয়ন ।।