শুভ পরিবর্তন

অস্তিত্বের শিকড় উপড়ে
মুছে যাবে সমস্ত অপচিহ্ন
পরিবর্তনের শুভ্রতায় মেয়ে..
ক্রমশ শরীর থেকে মানুষ হবে।
কালো রাত বিলাবে অপার আলো
মন বনাম মাংসের স্তূপ
আটপৌরে সেন্টিমেন্টের সীমা ডিঙিয়ে
সরে যাবে রিপু মহারিপু
সুন্দরের বাসনায় নরসুন্দর নয়
মনসুন্দর হয়েই অনন্তকাল
পুণ্য পুষ্পবৃষ্টি--শুদ্ধ
হবে পৃথিবী!