কবি নজরুল

অসীমে রয়েছ বিদ্রোহী বীর
জাগ্রত কর পুনঃ নত শির,
কূট কচালেতে জাতি মশগুল
ফিরে এসে বলো, কবি নজরুল।
ধূমকেতুরই হুঁশিয়ার হানি
উদ্যমী কর বাংলার বাণী,
জাতের বজ্জাতি, অভিশাপ নাশ,
সাম্যবাদের ভাঙো কারাবাস।
অভিমান ছাড়ি মত্ত বেশে
আলোকিত কর, হিম্মত এসে—
জাগাও প্রেমের সিন্ধু
ছাপি মহাকাশ, বজ্রবাজ।
ত্রিশূল বর্ষি ধৃত যুবরাজ,
স্নাত রাঙা কর দধীচির সাজ।
প্রতিবাদী গীত, ঝড় তুমুল—
রাজবন্দির লও মাশুল।
অমোঘ আকুতি, এ মিনতি খানি—
বাবরি কেশরে বিরাজ আগমনী।