৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার "সাইবার ক্রাইম সেল" কর্তৃক এপ্রিল/২৫ মাসে ৫৬ (ছাপান্ন) টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ভুলবসত চলে যাওয়া ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

May 8, 2025 - 22:47
May 8, 2025 - 22:48
 0  6
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার "সাইবার ক্রাইম সেল" কর্তৃক এপ্রিল/২৫ মাসে ৫৬ (ছাপান্ন) টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ভুলবসত চলে যাওয়া ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
অদ্য ০৮/০৫/২০২৫ খ্রি. ৪ এপিবিএন, বগুড়ার সম্মাননীয় অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ার স্যারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্ববধানে অত্র ব্যাটালিয়নের “সাইবার ক্রাইম সেল” কর্তৃক (এপ্রিল/২৫ মাসে) তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ৫৬ (ছাপান্ন) টি হারানো মোবাইল ফোন এবং বিকাশে ভুলবসত চলে যাওয়া ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদেরর নিকট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মধুসুদন রায়। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তৌফিকুল ইসলাম, জনাব একেএম খালেকুজ্জামান পিপিএম, জনাব মোঃ নাসির উদ্দীন মন্ডল, জনাব মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলসহ সাইবার ক্রাইম সেলের সদস্যগন। প্রকৃত মালিকগন তাদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হট লাইন নাম্বারঃ ০১৩২০-১৯০২০৬, ০১৩২০-১৯০৫৯৯ এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
★সাইবার ক্রাইম সংক্রান্ত সকল ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত ৪ এপিবিএন, বগুড়ার “সাইবার ক্রাইম সেল”। Cyber Crime Cell 4APBn Bogura★