অবসর
A Poem of SAKIB AL HASAN's Retainment from ICC Cricket and his last T20 match.

অবসর
ফাহিম আর রাক্বীব
হয়ে তোঁ গেলা
টেস্ট টি ২০ থেকে বিদায়।
থাকবো আমি চিরস্থায়ী
বিনা ইচ্ছায়!
অবসরের কথাটি হইলো না বিশ্বাস
তুমি চলে গেলে
আঘাত লাগবে না
তোমার অভাবেই আটকাবে নিঃশ্বাস
তোমাকে ভালোবাসার পরিমাণ।।
ছিলো নাতো সুক্ষ
কিভাবে থামাবো আমি
এই কান্নার দুঃখ,
সবাই তোঁ যায় চলে
পারলে তুমি থেকে যেও,
ফিরে এসো মোর জীবনের শ্রেয়
তুমি কি শুনতে পাচ্ছো, হে প্রিয়
ছেড়ে যেওনা আমায়
ফেসে যাবো বির্জনতায়
থাকবো চার দেওয়ালে
আমি এক বিশেষ শূন্যতায়,
নিজ মনে দুঃখের কীর্তন গাইবো
সুপ্তি কাড়বে মধ্যস্থ রাতের,
নিজ নয়নে একবার যদি দেখা পাইতাম
বলবো তোমায় আমি সারাটাজীবন চাইবো।।