স্বাধীনতা

Aug 7, 2025 - 20:52
Aug 8, 2025 - 10:08
 0  10
স্বাধীনতা
The Daily Star

স্বাধীনতা 

পথে নেমেছে পাখিনীরা 

প্রভুত্ব থেকে মুক্তি চায় 

পঞ্চায়েতে কথা উঠেছে 

ফিঙেরাজ,কাকিনী,বক,ময়ূর

সুধীজনের কথায় মমতা-

বিষয়টা ভাবা উচিত।

সভাপতি শকুন চোখ পাকিয়ে 

ওদের আবার স্বাধীনতা?

পেঁচা বলে বাজের শব্দে- 

আমাদের ডানার নিচে কাঁপে 

বিশাল আকাশে উড়বে কী করে?

ময়ূরের ভাষ্য,নীড়েই ওদের মানায় 

সমবেত সভ্যের সিদ্ধান্ত ওরা-অ-স্বাধীন

খুশিতে বকুলবনে পাখিনীদের মিষ্টি গানে

কাকপুরুষের ইভটিজিং....

নিভৃতে চড়ুই মেয়ের চোখে জল