জন্মদিবস-স্তুতি

Jul 22, 2025 - 22:37
Jul 31, 2025 - 15:19
 0  5
জন্মদিবস-স্তুতি

তোমার জনম্ দিবসে অদ্য,
লিখিতেছি প্রভাতে মোর পরাণ পদ্য।
মম আশীষ তোমা 'পরে রহিল শত,
মুছে যাক শোক-দুঃখ সকল,
যত পরাজয়-গ্লানি হয়েছে গত।
সুখের রবি যেন রহে তব জীবনে অটুট,
জীবনের কলি সব তব,
সাফল্যের প্রসূনে ভরিয়া উঠুক।
জীবনের উচ্ছাস তব যেন রহে অম্লান,
তোমা সৎকর্মে ভরিয়া উঠুক জগতের সব প্রাণ
সত্য পথে রহ সদা প্রভাত ও সাঁঝ,
বুকে বাঁধিও বল,
ভাঙিয়া পড়িওনা বিপদে,যদি আসে কদাচ।
আসুক জীবনে তব সহস্র খুশিক্ষণ,
প্রবল সাহসে জিনো ধরণীর সব রণ।
শুভ দিবসের শুভতম এই ক্ষণে,
সকল স্তুতি লয়ে মাঙি, প্রভু তব পাণে,
'হে জগতের বিধানকারী দয়াময় মহাপ্রভু,
সুহৃদের জীবনে মোর দিওনা, বেদনার ক্ষত কভু।


Md.Sadman Istiak Write in disguise, Write for paradise