নব বিজয় গাঁথা
নব বিজয় গাঁথা

নব বিজয় গাঁথা
ফাতিমা তুজ জোহরা
লিখেছি মোরা জুলাইয়ে আবার
নতুন বিজয় গাঁথা,
লিখতে গিয়ে লেগেছে হাজার
রক্তে ভেজা খাতা।
অধিকার চাওয়া অপরাধের
পুনরাবৃত্তি হলো আবার,
উপাধি হলো আমাজনতার
রাজাকার রাজাকার।
লম্বা হলো লাশের মিছিল
প্রাণ ঝরলো কত,
পঙ্গু ও কর্মহারা হল
মানুষ শত শত।
বুক চিতিয়ে গুলির সামনে বুক
পাতলো মহাবীর,
পানি বিলিয়ে দিতে গিয়ে
ছিন্ন হলো শির।
স্কুল পড়ুয়া ছেলের নামেও
হলো হত্যা মামলা,
ফ্যাসিস্টের পক্ষে স্লোগান
দিল সরকারি আমলা।
নেট বন্ধ হওয়া করার
গোলমালে পড়ে,
আপন জনের সান্নিধ্য যে
থাকতে হলো ছেড়ে।
গুলি করার হুকুম দিয়ে
করল কত নাটক,
মিথ্যা ভুয়া মামলার জন্য
মানুষ হলো আটক।
ছোট্ট শিশুর কোমল প্রাণও
নিয়েছে ওরা কেড়ে,
শিক্ষক,ছাত্র,জনতা
কাউকে দেয়নি ছেড়ে।
তবুও তারা তো করতে
পারেনি শেষ রক্ষা,
শেষ হয়েছে ১৭ বছরের
দীর্ঘ প্রতীক্ষা।
ফ্যাসিবাদের পতন হলো
৩৬ জুলাই,
মত প্রকাশের অধিকার মোরা
পেলাম ফিরে সবাই।
স্মরণ করি শ্রদ্ধা ভরে
জুলাই যোদ্ধাদের,
বৈষম্যহীন বাংলাদেশ
উপহার দেব তাদের।