একজন খামেনি

একজন খামেনি

Jul 10, 2025 - 12:48
Jul 13, 2025 - 09:11
 0  47
একজন খামেনি
internate

একজন খামেনি
সৌপর্ণ মাছুম 

অবিসংবাদী নেতা সৈয়দ আলি খামেনি
যাঁর জ্ঞানে টুটে গেল ইরানের যামিনী ! 
তর্জনী তুলে শুধু দিলে এক নির্দেশ 
তাজা খুনে ইরানিরা প্রাণ দেয় নিঃশেষ ! 

জর্ডান সৌদি কাতার আরব আমিরাত
তাগুতের গোলামী করে যায় দিন-রাত !
অন্যায়কারী আর যারা তার মিত্র
ভিনদেহ একই রূপ শয়তানি চিত্র !
সাধুবেশে চলে এরা মুনাফিক বে-ঈমান
ধর্মকে বেচে খায়, ঘৃণ্য মাকালপ্রাণ !

আয়াতুল্লাহ খামেনি, প্রিয় নেতা রাহবার 
মাথা নত করে নি, বংশীয় হায়দার !
সম্মুখে খোলা তার শহিদের দরজা 
কারবালা বুকে নিয়ে করে শোকচর্যা !

"এক নেতা এক দেশ'' আছে এই মর্ত্যে
যাঁর ভয়ে জালিমেরা ঢুকে যায় গর্তে !
"খাইবার-শোকানে" ত্রাসে কাঁপে বিশ্ব
নতজানু তেল-আবিব, দেখে যা এ দৃশ্য !
ইরানের বীরগণ দেশপ্রেমে উতলা
হাসিমুখে করে পান শহিদের পেয়ালা !

দেশমাতা রক্ষায় পাতে বুক ইরানি
দেশে দেশে দাও প্রভু, একজন খামেনি ! 
সৌপর্ণ মাছুম
শিক্ষক
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
নিশিন্দারা, উপশহর, বগুড়া, বাংলাদেশ ।
মোবাইল : 01716389027


Sauparna Masum সৌপর্ণ মাছুম একজন কবি ও গীতিকার। জন্ম ০৯ আগস্ট ১৯৮৬ ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাবা মতিউর রহমান ও মা জাহানারা বেগম-এর চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার সেনাবাহিনীতে চাকরির সুবাদে বগুড়া ক্যান্টনমেন্টে তার পড়াশােনায় হাতে খড়ি। ২০০২ সালে তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বাের্ড হাই স্কুল থেকে মাধ্যমিক ও ২০০৪ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে তিনি সমাপ্ত করেন রসায়নে অনার্সসহ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন প্রথম শ্রেণিতে বিএড ও এমএড ডিগ্রি । এলএলবি ডিগ্রি অর্জন করেছেন বগুড়া ল কলেজ থেকে । আর চিকিৎসাশাস্ত্রে বাংলাদেশ হােমিওপ্যাথিক প্যারা মেডিকেল বাের্ড খুলনা’-এর অধীনে হােমিওপ্যাথিতে নিয়েছেন এলএইচএমপি ডিগ্রি । আর ডিএইচএমএস সম্পন্ন করেছেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই কবিতা ও গান লেখা শুরু । ২০১৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি’ । এরপর থেকেই সাহিত্য জগতে শুরু হয় তাঁর নিরন্তর পথচলা । পেশায় তিনি একজন শিক্ষক ও চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি বর্তমানে তিনি উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষালয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গৃহলক্ষ্মী জাকিয়া সুলতানা ও একমাত্র কন্যা মৃত্তিকা তাসনিম-কে নিয়ে তার গৃহীজীবন। প্রকাশিত গ্রন্থ : কাব্যগ্রন্থ : (১) আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি : ২০১৮, পৃষ্ঠা প্রকাশন (২) জোছনাপত্রে ভেজানো শ্লোক : ২০২০, চর্যা প্রকাশ (৩) কলসে বালির কাঁথা : ২০২২, চর্যা প্রকাশ (৪) হেরার দ্যুতি : ২০২৫, চর্যা প্রকাশ ; সংগীত : (০৫) সপ্তসুরে নন্দনহার : ২০১৯, ইশা প্রকাশন ; শিশুতোষ : (৬) সময় ৩৫ কিশোর ছড়া-কবিতা সংকলন : ২০২৫, সময় প্রকাশন