কবিতা- বন্ধু

কৈশোরের সব বন্ধু বর
রইব মোরা জনম ভর।
চিরদিনের আবেশ ঘেরা
মনের কোনে সুখের তারা।
বন্ধু তোদের নিয়ে,
ডিঙি নৌকায় বাইব তরী
আকাশ পানে গিয়ে।
শুভ্র ডানায় পাখি
যেমন ঝাঁকে করে খেলা।
উচ্ছ্বাসেতে রইব সদা,
ধরায় সারা বেলা।
সাঝ বেলাতে গিয়ে,
মিতালী যেন অটুট থাকে
হৃদয় আবেগ দিয়ে।