তুমি-আমি
a Poem about the difference between a male and female feeling and life style.
তোমার আমার মাঝে কেবল একটু তফাত বটে!
তুমি বললেই মশকরা হয়, আমার হৃদয় টুটে।
তোমার আমার ভালবাসায় বিভেদ কি তা বোঝ?
আমি দিয়ে মনে রাখি না, তুমি বরাবর খোজ।
তোমার আমার জীবন গতি ভিন্ন সেকি মানো?
তোমার প্রবল বাস্তবজ্ঞান, আমি ভুবন ভুলানো।
দিগন্তের ঐ শ্যামল মায়ায় নীরব যেমন ছায়া
তোমার চোখে আবেগ আমার নিছক আসাযাওয়া।
তুমি দেখ পূর্ণিমা, আমি অমাবস্যাও দেখি,
সুখের লালসে তোমার বেদন আগলে আমি রাখি।
আমার আমিকে হাড়িয়ে দিয়ে তোমায় আমি যাচি।
অবহেলার বসন ঢেকে আশায় বেঁচে থাকি।