বাদলপরীর নব ধারায়
কোন্ নবীনার নয়নধারা ঝরছে বেণুবনে
বিজলী মেয়ে নেয়ে-গেয়ে আসে ক্ষণে ক্ষণে ॥
গগনে নেই তপ্ত তপন
হিম সমীরণ বুনছে স্বপন
অভ্র-মাঝে তড়িৎ হাসে বরষার আগমনে ।।
নীরস ভুবন বিধুর ভূ-ধর হলো সঞ্জীবিত
শ্যাম-বনানী হরায় হরায় চির পল্লবিত
বাদলপরীর নবধারায়
নির্ঝরিণীর কূল ভেসে যায়
গন্ধরাজের গন্ধে ছোটে ভ্রমর ভ্রমণে ॥