শ্বেত কামিনীর মায়া
শ্বেত কামিনীর মায়া সৌপর্ণ মাছুম স্নিগ্ধ পঞ্চপাপড়ি খোলা শ্বেত কামিনীর মায়া নস্টালজিক সুবাসভেজা সন্ধ্যেনিশীথকায়া ॥ সাঁঝবেলাতে ফোটে কুসুম ভোরবেলাতে হায় বিমুগ্ধতার ঘ্রাণ বিলায়ে ধীরে ঝরে যায় সুদূরবাহী হিমসুবাসের যেন প্রতিচ্ছায়া ।। ফোটেনি ফুল তাতে কী ভাই আছে রোমশ পাতা সেই সবুজের ছড়াছড়ি সাজ-সজ্জায় গাথা শতরঙা লক্ষ তোড়ার সারথি ভূষণ পাতাবাহার চকচকে ওই গাঢ় সবুজ স্বপ্নপুরীর ছায়া ।। ২৭ নভেম্বর ২০২৪, বুধবার বেলা ১২ টা ৪০ মিনিট ব্যাটালিয়ন স্কুল, উপশহর, বগুড়া, বাংলাদেশ ।
স্নিগ্ধ পঞ্চপাপড়ি খোলা শ্বেত কামিনীর মায়া
নস্টালজিক সুবাসভেজা সন্ধ্যেনিশীথকায়া ॥
সাঁঝবেলাতে ফোটে কুসুম ভোরবেলাতে হায়
বিমুগ্ধতার ঘ্রাণ বিলায়ে ধীরে ঝরে যায়
সুদূরবাহী হিমসুবাসের যেন প্রতিচ্ছায়া ।।
ফোটেনি ফুল তাতে কী ভাই আছে রোমশ পাতা
সেই সবুজের ছড়াছড়ি সাজ-সজ্জায় গাথা
শতরঙা লক্ষ তোড়ার
সারথি ভূষণ পাতাবাহার
চকচকে ওই গাঢ় সবুজ স্বপ্নপুরীর ছায়া ।।