বাগানবিলাসীনি

নাম-মোছাঃমারজানা হোসেন ; শ্রেণিঃ৮ম ; শাখাঃ বাগানবিলাস ;রোলঃ ৩০

Jul 2, 2025 - 17:37
 0  6
বাগানবিলাসীনি
.

 বাগানবিলাস —— কিন্তু শুধুমাত্র একটি ফুল নয় এ যেন আমাদের হৃদয়ের অনুভবের মূর্ত রূপ। এই যেমন কখনো কখনো আমাদের হৃদয় আনন্দ চিত্তে এতটাই রঙিন হয়ে উঠে যার লুকায়িত উজ্জ্বলতা কীভাবে যেন বাকিদের মাঝেও খানিকটা প্রসারণা লাভ করে। আবার, যখন আমাদের হৃদয় বিষাদাচ্ছন্ন হয়ে পড়ে তখন যেন তার সকল রঙিন আভা সুদূর দিগন্তে হারিয়ে গিয়ে আগমন ঘটে শুভ্রমেঘপুঞ্জের আড়ালে লুকিয়ে থাকা কৃষ্ণমেঘের। বাগানবিলাস যেন প্রত্যেকের হৃদয়ের অন্তস্থল হতে লোকসম্মুখের মাঝে লুকিয়ে রাখা সেসব অনিবর্চনীয় সুপ্তকালীন ভাবাবেগের এক দৃশ্যায়িত রূপ! এ শহরের অলিতে-গলিতে ঘুরে বেড়ানো সেসব দৃঢ়চেতা,স্থির মনোভাবের কঠিন বেড়াজালে আবৃত আনমনা, উদাসীন,বাস্তবতা ও ব্যস্ততার চাপাকলে পৃষ্ঠ হওয়া সেসব মানুষের হৃদয়ের গহীন অন্তরালে লুকায়িত মেহগনি কাঠের তৈরি শক্তপোক্ত তবে ক্ষুদ্র সেই সিন্দুকবন্দী সুপ্ত অনুভব,অনুভূতির এক সাদৃশ্যমান অনুকৃতি এই —— বাগানবিলাস। তাই বলছি কী,এই অমোঘ ইন্দ্রাময়ী মায়াজালে জড়িয়ে বেঠিক মানুষের নিকট নিজের পূতপবিত্র অনুভূতির প্রকাশ না ঘটিয়ে ঘটান প্রকৃতির মাঝে,আর যাই হোক না কেন প্রকৃতি অন্তত আমাদের হৃদয়ের না বলা কথা তার নিজের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে আপনার হৃদয়কে বাকিদের মতো বিষাদাচ্ছন্ন করার বিপরীতে নিশীথ শীতল স্নেহে ভরপুর করে তুলবে!


Marzanah Hossain গোধূলির আঁধারে, যেখানে ছায়া ঘিরে, গোপন সুরের সঙ্গীত,অন্ধকারে ধীরে।