২২ গজের রাজা ও তার সৈনিক

Mar 1, 2025 - 00:40
Mar 1, 2025 - 18:18
 1  33
২২ গজের রাজা ও তার সৈনিক

সময়টা ২ ফেব্রুয়ারি। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এক ক্রিকেট দলের নাম ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’। ছোট করে বলা যায় বিপিএল। বাংলাদেশের ক্রিকেট জগতের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান রাজনৈতিক ইস্যুর কারণে বিপিএল এ অংশগ্রহণ করতে পারছেন না, অথচ তার উদাত্ত ভক্তর সংখ্যা বাংলাদেশে অগণিত। তার ভাক্তরা বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ডে সাকিব এর নাম বা সাকিবের নামের সাথে আবেগঘন শব্দ যুক্ত করে যখন স্টেডিয়ামে প্রবেশ করে তখনই সাথে সাথে প্রহরি বাধার সম্মুখীন হয়। তারা প্ল্যাকার্ড নিয়ে ছিড়ে ফেলে ,এমন কি ঐতিহাসিক ৭৫ নাম্বার এর লেখা প্ল্যাকার্ডও ছিড়ে ফেলে। এই সমস্যায় বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে শত ই-মেইল পাঠানোর পরেও কোন সমাধান করা সম্ভব হয় নাই, বিসিবির কাছে ই-মেইল গুলোর প্রেক্ষিতে কোন ব্যবস্থা গ্রহণ করার মত পথ খোলা ছিল না।
কয়েকদিন পর,
কিছু তরুন ৭৫ নাম্বার জার্সি পড়ে মাঠে প্রবেশ করে এবং পরক্ষনেই পর সেই ছেলেগুলো জার্সি খুলে কোমড়ে বেধে স্বয়ং শরীরেই বড় করে লিখে নিয়ে এসেছে SHAKIB। সেই দিন সাহসি বিদ্রোহী যুবকেরা সবার উদ্দেশে বলেছিলো প্ল্যাকার্ড ছিঁড়তে পারো, কিন্তু হৃদয় কে-নয়। নিজের বিপুল ভক্তদের সম্পর্কে বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেছিলেন- ‘আমার সমর্থকরা বিশ্বের সেরা সমর্থক’। এই কথাটির মর্যাদা সমুন্নত রেখেছিলো সেই কয়েকটি যুবকের উদাত্ত চেতনা! সাকিব আল হাসানের ভক্ত হওয়া মানে শুধু একজন ক্রিকেটারকে ভালোবাসা নয়, বরং এক স্বপ্ন যোদ্ধার সঙ্গে পথ চলা।
তিনি যখন মাঠে নামেন এক সঙ্গে বহু ভক্তদের হৃদয় আন্দোলিত হয়, তার একেকটা শট, একেকটা উইকেট যেন স্বপ্ন পূরোণের গল্প বলে, আশার বাণী গাহে। সাকিব শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি বাংলার দামাল ক্রিকেটারদের অনুপ্রেরণা। তার খেলায় অলিতে গলিতে থাকা কিশোরেরা অনুপ্রেরণা অর্জন করে, পায় স্বপ্ন দেখার শক্তি। সাকিব মানেই আত্তবিশ্বাস !