আগুনে মৃত্যুর মিছিল

Jul 25, 2025 - 18:00
Jul 26, 2025 - 08:47
 0  9
আগুনে মৃত্যুর মিছিল
ছবি এডিটঃ সম্পা রানী সরকার

চাঁদের বরষায় সবুজের স্নান 

শ্রান্ত নীড়ে বাবুইর ঠোঁটে ঠোঁট 

দূর্বার বুকে শিউলির মানচিত্র 

গোলাপের খুনসুটিয় হাজার হৃদয় 

তবু ধোঁয়ার মহাকাশে 

গলিত লাভার ভস্মে অর্ধমৃত স্বপ্নের ছটফটানি 

বাড়ানো হাত,দগ্ধ চোখে জীয়ন কূপের আকুতি 

মা-বক্ষে লুকানো সন্তান, স্বামী আলিঙ্গনাবদ্ধ স্ত্রী 

ঝলসানো প্রৌঢ় মুখ

ভূমিষ্ঠের অপেক্ষায় দুঃখী শিশুটিও

এক বিস্ময়কর টেরাকোটা।

পোড়া হৃৎপিণ্ডের গুচ্ছ গুচ্ছ রক্তগোলাপ

আর এক ঋদ্ধ পুণ্ড্র যুগ ।

ডিজের জলসায় আলগা বসন

মেখলার মূর্ছনায় জৌলুসী রাত

মদের গ্লাসে পৃথিবীর জীবন 

তবুও আগুনে মৃত্যুর মিছিল ।