জাগলো ছাতিম হেমন্তদূত

অগ্র'য়নের ঘ্রাণে আবার জাগলো বুনো নেশা
ফুটলো ছাতিম উচ্ছ্বাসিত যুগান্তরের তৃষা ।।
বল্লমাকার পাতা ফুঁড়ে
সবুজ-সাদা গুচ্ছডোরে
জাগলো ছাতিম হেমন্তদূত হিম-শিশিরের দিশা ।।
দৃষ্টিসীমার ঊর্ধ্বে থেকে মশলাঝাঁজি সুবাস
হাওয়ায় হাওয়ায় প্লাবনসম ছড়ায় চতু্র্পাশ
সপ্তপর্ণী মেলে ছাতা
ডাকে কাছে প্রণয়গাথা
গন্ধস্নাত পেলবতায় হাসে মোনালিসা ।।