পারাপার
জীবন যাত্রার রুপকার স্রুপ একটি কবিতা।
 
                                মাঝি বাটে বাটে পারাপার করে
মুখচ্ছবি নিরাকার। 
কখনও জোয়ার , কখনও ভাঁটি  
নিঃস্ব হাহাকার।
খেয়া ঘাটে তরী সমাচার কোলে
চোরাবালির মাটি,
শৈশব বয়, সমাধিও  বয়,
মুখ মুখোশের ঘাঁটি।
   
ক্ষণিকের পথ ফুঁড়বার তরে 
দৃশ্যত অবিচার। 
হতভাগা পথ করিতে সুলভ 
জটজাল একাকার। 
 

 
                                                                                                                                             
                                                                                                                                            