শ্রেষ্ট স্বজন
ন মাস তুমি কষ্ট করে,
জীবনী শক্তি ক্ষয় করে,
জন্ম দিয়েছো তুমি মাগো।
এই জীবনে তোমার এ ঋণ,
শোধ করতে পারবো নাকো।
স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ তুমি ,
এই ধরণীর সবচেয়ে মহান যোদ্ধা !
তোমার মতন এতো মহিমাময়ী,
আর, যে কে হতে পারে মাগো?
সর্বপরি তোমার প্রতি জানাই তাই আামার পরম শ্রদ্ধা ।