চাঁদ

A poem written by me.

Mar 13, 2025 - 18:10
Mar 13, 2025 - 17:51
 0  16
চাঁদ
চাঁদের মিঠা হাসি

লক্ষ্য তারার ভীরে এক চন্দ্র একা,

অমাবস্যার রাতে যায় না তারে দেখা।

পূর্ণিমাতে আকাশ জুড়ে মধু রাঙানো চাঁদ,

অমাবস্যায় মিটিমিটি তারা দিলো তারে বাদ।

আকাশে জোৎস্না ঠিকই আছে, কিন্তু আপেল খাওয়া।

আপেল মানে চাঁদ, চাঁদ অর্ধেক হাওয়া।

অমাবস্যার পরের রাতে চাদের মিঠা হাসি,

সে হাসি দেখতে আমি বড়ই ভালোবাসি।