আধিপত্য

আধিপত্য
শিমের খসখসে পাতার দাপটে
এক কচি করলার কোমল দেহ
সীমান্তের কাঁটাতারের মতো বানজালে
রাক্ষুসী গাছের রক্ত শোষণ
ধীরে ধীরে রক্তশূন্য নিঃশ্বেষ
বাড়ির ডাইনি ছাগলের আধিপত্যে
এক রোগা অপুষ্ট ছাগল
বঞ্চিত হতে হতে পশুর বাজার
তারপর কসাইয়ের চকচকে ছুরি।