একজন খামেনি
একজন খামেনি

একজন খামেনি
সৌপর্ণ মাছুম
অবিসংবাদী নেতা সৈয়দ আলি খামেনি
যাঁর জ্ঞানে টুটে গেল ইরানের যামিনী !
তর্জনী তুলে শুধু দিলে এক নির্দেশ
তাজা খুনে ইরানিরা প্রাণ দেয় নিঃশেষ !
জর্ডান সৌদি কাতার আরব আমিরাত
তাগুতের গোলামী করে যায় দিন-রাত !
অন্যায়কারী আর যারা তার মিত্র
ভিনদেহ একই রূপ শয়তানি চিত্র !
সাধুবেশে চলে এরা মুনাফিক বে-ঈমান
ধর্মকে বেচে খায়, ঘৃণ্য মাকালপ্রাণ !
আয়াতুল্লাহ খামেনি, প্রিয় নেতা রাহবার
মাথা নত করে নি, বংশীয় হায়দার !
সম্মুখে খোলা তার শহিদের দরজা
কারবালা বুকে নিয়ে করে শোকচর্যা !
"এক নেতা এক দেশ'' আছে এই মর্ত্যে
যাঁর ভয়ে জালিমেরা ঢুকে যায় গর্তে !
"খাইবার-শোকানে" ত্রাসে কাঁপে বিশ্ব
নতজানু তেল-আবিব, দেখে যা এ দৃশ্য !
ইরানের বীরগণ দেশপ্রেমে উতলা
হাসিমুখে করে পান শহিদের পেয়ালা !
দেশমাতা রক্ষায় পাতে বুক ইরানি
দেশে দেশে দাও প্রভু, একজন খামেনি !
সৌপর্ণ মাছুম
শিক্ষক
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
নিশিন্দারা, উপশহর, বগুড়া, বাংলাদেশ ।
মোবাইল : 01716389027