চব্বিশের অভ্যুত্থান

Aug 19, 2025 - 17:24
Sep 4, 2025 - 10:59
 0  9
চব্বিশের অভ্যুত্থান

চব্বিশের অভ্যুত্থান 

 –তাওসিফ সাদাত 

 

জুলাই এসেছে আবার এদেশে

উঠেছে সূর্য আকাশে

বুলেট বারুদ পুড়েছে তখন

বেদনা এখনো বাতাসে।

শহিদের খুনে রাজপথ দেখ

হয়েছে আবারো সিক্ত

দামাল ছেলেরা নেমেছে পথেতে

শোষণের জ্বালে তিক্ত।

দাবিটা তারা তো মানেনি কখনো

বুলেট ছুঁড়েছে বুকেতে

শকুন ঝুঁকেছে তাদের চরণে

ক্ষিপ্ত হিংস্র রূপেতে।

রাজাকার বলে যাদের ঘাতক

দিয়েছে এমন উপাধি

তারাই তোমার খুড়েছে কবর

দিয়েছে তোমায় সমাধি।

সাইদ ওয়াসীম দিয়েছে জীবন

দেশের জন্য লড়তে

অরুণ তরুণ করেছে মিছিল

দেশকে স্বাধীন করতে।

মুগ্ধ আসলো কলস কাঁধেতে 

রক্তে হারালো জীবন 

পিপাসা মেটাতে চেয়েছে বলেই 

করেছে মৃত্যু-বরণ।

পৃথিবী দেখলো জনতা করলো

স্বাধীন এদেশ রক্তে

দিয়েছে জীবন করেনি বরণ

জালিম শাসক তখ্তে।


মোঃ আবদুল জলিল Assistant professor- Dept of Mathematics Armed Police Battalion public School and College