শুভ হোক জন্মদিন

Aug 22, 2025 - 10:10
Aug 22, 2025 - 14:11
 0  24
শুভ হোক জন্মদিন
ইন্টারনেট

শ্রাবণের শেষে এ শরতে ভেসে, বাইশে আগস্ট এল
আশেকেরা তব  আগমনে নব  ঈদ-উৎসব পেল ! 
চার কুড়ি কলি ফোটে সম হোলি, উঠিল নতুন রবি 
স্মৃতিপটে আঁকা পরিয়াছে ঢাকা, না জানি সে কোন্ ছবি ! 
নিয়ে তব শান, গায় সবে গান, তুমি বুঝি মহারাজ
গ্রহ-তারা চাঁদ মােবারকবাদ জানায় তোমাকে  আজ 
পরি শ্বেততাজ কাশবন আজ তোমার লাগিয়া অধীর
পেয়ে মাশায়েখ শরতের মেঘ চুম্বিতে চায় শির ! 
বন্ধনহারা শরতের তারা আকাশে রয়েছে ফুটে
চরণের তলে  মিটিমিটি জ্বলে পড়িতে চায় যে লুটে !

ভাঙয়াছে ঘুম জাগিল কুসুম হৃদয়ে প্রেমের জ্বালা
চরণে তােমার দিই উপহার শিউলি ফুলের মালা ।
ওহে সমীরণ বহ এই মন, ছুটে চল্ দক্ষিণে
চরণেতে তাঁর শুধু  একবার চুমিব জন্মদিনে ! 
তুমি আছ দূরে মহাপ্রেমপুরে আমি একা প্রেমহীন
পুষ্পকলি ছিটায়ে বলি  "শুভ হােক জন্মদিন।"
তব রাঙাপদ সদা নিরাপদ যেন নূহেরি  কিশতি
শুধু এই চাওয়া, হয় যেন পাওয়া, সদা তব নেকদৃষ্টি !
শোনো প্রিয়তম মোর শ্যামসম শুভ এ জন্মদিনে
তোমােকে শুধাই চরণেতে ঠাঁই দেবে কি সঙ্গোপনে !!


Sauparna Masum সৌপর্ণ মাছুম একজন কবি ও গীতিকার। জন্ম ০৯ আগস্ট ১৯৮৬ ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাবা মতিউর রহমান ও মা জাহানারা বেগম-এর চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার সেনাবাহিনীতে চাকরির সুবাদে বগুড়া ক্যান্টনমেন্টে তার পড়াশােনায় হাতে খড়ি। ২০০২ সালে তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বাের্ড হাই স্কুল থেকে মাধ্যমিক ও ২০০৪ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে তিনি সমাপ্ত করেন রসায়নে অনার্সসহ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন প্রথম শ্রেণিতে বিএড ও এমএড ডিগ্রি । এলএলবি ডিগ্রি অর্জন করেছেন বগুড়া ল কলেজ থেকে । আর চিকিৎসাশাস্ত্রে বাংলাদেশ হােমিওপ্যাথিক প্যারা মেডিকেল বাের্ড খুলনা’-এর অধীনে হােমিওপ্যাথিতে নিয়েছেন এলএইচএমপি ডিগ্রি । আর ডিএইচএমএস সম্পন্ন করেছেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই কবিতা ও গান লেখা শুরু । ২০১৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি’ । এরপর থেকেই সাহিত্য জগতে শুরু হয় তাঁর নিরন্তর পথচলা । পেশায় তিনি একজন শিক্ষক ও চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি বর্তমানে তিনি উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষালয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গৃহলক্ষ্মী জাকিয়া সুলতানা ও একমাত্র কন্যা মৃত্তিকা তাসনিম-কে নিয়ে তার গৃহীজীবন। প্রকাশিত গ্রন্থ : কাব্যগ্রন্থ : (১) আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি : ২০১৮, পৃষ্ঠা প্রকাশন (২) জোছনাপত্রে ভেজানো শ্লোক : ২০২০, চর্যা প্রকাশ (৩) কলসে বালির কাঁথা : ২০২২, চর্যা প্রকাশ (৪) হেরার দ্যুতি : ২০২৫, চর্যা প্রকাশ ; সংগীত : (০৫) সপ্তসুরে নন্দনহার : ২০১৯, ইশা প্রকাশন ; শিশুতোষ : (৬) সময় ৩৫ কিশোর ছড়া-কবিতা সংকলন : ২০২৫, সময় প্রকাশন