নবঘন বৃষ্টি

নবঘন বৃষ্টি
সৌপর্ণ মাছুম
এসো তুমি কোথা হে চঞ্চলা বৃষ্টি !
মাগছে তোমায় সবে, তুমি কত মিষ্টি !
ধীরে ধীরে আসো যবে, শান্ত স্বভাবে
'শশ কেন নিশ্চল' ভাবি কার প্রভাবে ।
চপলা হরিণসম মায়াবী ও দৃষ্টি !
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি !
অবনত মস্তকে, যবে দাও ঘোমটা
বিরহে চাতক কবির, রুদ্ধ দমটা ।
মুগ্ধ করা তব মধুর ঐ হাস্য !
উপমা দেব কিসে ? নেই তার ভাষ্য !
খোঁপা খুলে দাও ছেড়ে, তব মেঘ-কেশটি !
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি !
ভানু দেবতার টানে, যাও উড়ে আকাশে !
হাসিয়া ভাসিয়া বেড়াও, মিশে থেকে বাতাসে ।
হৈমের কৃপাতে, সঞ্জীবনী লয়ে,
আবার আসো গো ফিরে, যেন পূত হয়ে !
মহাকাল-ধরণী, জানে তব হিস্ট্রি...
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি!
গিরি-বন এ ধরা, তব নব পরশে
শ্যামল ও সজীব হয়, পুলকিত হরষে
ভাটা পড়া তটিনী সিন্ধুর কোলে গো
যৌবনসুধাধারা, দাও তুমি ঢেলে গো !
ভাসায়ে দাও তব, রূপ-গুণ-কিশতি !
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি!
স্বপ্নিল ছন্দে এসে ধরো নবতান
বিদূরিত করো দুখ, গেয়ে ভৈরবী গান !
শুভ্র-শীতল তুমি আপনাকে হারিয়ে
মৃত-মৃত্তিকাকে প্রাণ দাও ফিরিয়ে ।
তুমি সখী প্রকৃতির অপরূপ সৃষ্টি !
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি !
কৃত্রিম বসন-ভূষণ আর বচনে
শ্রীহারা হও কেন, ভাবুকের লোচনে ?
এসো এসো রুমঝুম নূপুর বাজিয়ে,
ধুয়ে-মুছে নবরূপে দাও হিয়া সাজিয়ে ।
তোমার মোহিনী প্রেমে, জাগুক এ দেশটি !
বন্দনা করি এসো নবঘন বৃষ্টি !!